ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

লামায় বিক্রয়কালে ২ ইয়াবা ব্যবসায়ী আটক

ssমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামার আজিজনগরে ইয়াবা বিক্রয়কালে ২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আজিজনগর বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল, চকরিয়া উপজেলার উত্তর হারবাং রোড়পাড়ার মৃত সোলতান আহমদের পুত্র হোসেন আলী (৩৫) ও হারবাং জমিদার পাড়ার মৃত শফিউল ইসলামের পুত্র মমতাজুল ইসলাম (৪২)।

জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আজিজনগর ক্যাম্পের পুলিশের একটি দল বাজারের শহীদ রুহুল আমিন স্মৃতি ফলকের পিছন থেকে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী হোসেন আলী ও মমতাজুল ইসলামকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করে। আজিজনগর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ লিয়াকত হোসেন বলেন, আটককৃত ব্যাক্তিরা পেশাদার মাদক ব্যাবসায়ী।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করলে আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের পুলিশের হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন।

পাঠকের মতামত: