ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

লামায় বসতঘরে ডাকাতি : দুই লাখ টাকা লুট : আহত ১

লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৩টার দিকে উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি মেউলারচর গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. মোর্শেদের ঘরে এ ঘটনা ঘটে। ডাকাতরা ঘরে রক্ষিত নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় মো. মোর্শেদ গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র জানায়, ১০-১২ জনের মুখো পরিহিত একদল ডাকাত শনিবার ভোর তিনটার দিকে মোর্শেদের বসতঘরে হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরের লোকজনকে জিম্মি করে তামাক বিক্রির দুই লাখ টাকা লুট করে। প্রতিবাদ করলে ঘরের মালিক মোর্শেদকে মারধর ও ছুরিকাঘাত করে ডাকাতরা। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত তিনটি মুখোশ ও একটি ছুরিও উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ডাকাতির ঘটনার আহত মোর্শেদকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ পুিলশকে অবহিত করা হয়েছে।

পাঠকের মতামত: