ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

লামায় বজ্রপাতে নিহতের লাশ ৩দিন পর উদ্ধার

las uddarমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামায় বজ্রপাতে নিহতের লাশ নিখোঁজের ৩দিন ১৪ জুন মঙ্গলবার পার্শ্ববর্তী চকরিয়া কৈয়ারবিল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ১১ জুন শনিবার সন্ধ্যা ৭টায় লামার রুপসীপাড়া এলাকার মাতামুহুরী নদীর পইজ্জাখোলা নৌকার ঘাট পারাপারের সময় বজ্রপাতের আঘাতে নদীতে পড়ে যায় মোঃ ফারুক(২৮)। অনেক খোজাখুঁজি করেও তার লাশ পাওয়া যায়নি। সে লামা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নকসা ঝিরির মৃত আলী আহাম্মদের ছেলে। একই ঘটনায় নৌকার মাঝি আব্দুল কাদের ও নৌকার যাত্রী চিংমা প্রু মার্মা আহত হয়।

মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকায় মাতামুহুরী নদীতে লাশটি ফুলে ভেসে উঠলে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পাওয়া মাত্র পরিবারের লোকজন ইঞ্জিলের নৌকা ভাড়া করে লাশ আনতে চকরিয়া যায়। এই নিউজ লেখা পর্যন্ত লাশ চকরিয়া থেকে আনা হয়নি।

 

পাঠকের মতামত: