ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

লামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে চ্যাম্পিয়ন লামা পৌরসভা একাদশ

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::   লামায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় লামা পৌরসভা একাদশ রুপসীপাড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে লামা পৌরসভার ১৭ আনসার ব্যাটেলিয়ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি এর সভাপতিত্বে ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লামা সাব জোন কমান্ডার মেজর মোয়াজ্জেম হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিক সহ প্রমূখ।

পাঠকের মতামত: