বান্দরবানের লামা উপজেলায় দুই যাত্রীবাহি জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন। রবিবার দুপুরে লামা-ফাঁসিয়াখালী সড়কের আড়াইমাইল এলাকার বাঁকে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্র জানায়, যাত্রী বোঝাই একটি জীপ গাড়ি (গাড়ি নং- ঢাকা ল ৪০) চকরিয়া উপজেলা থেকে রবিবার দুপুর ১টার দিকে লামা উপজেলায় যাচ্ছিল। গাড়িটি সড়কের আড়াই মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহি জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়িতে থাকা সাত যাত্রী আহত হন।
লামা থানা পুলিশের কুমারী ক্যাম্প ইনচার্জ মো. মোস্তফা দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে সাত যাত্রী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
পাঠকের মতামত: