ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

লামায় দিনব্যাপী প্রাথমিক শিক্ষামেলা অনুষ্ঠিত

lakaলামা প্রতিনিধি :::

বান্দরবান লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা বুধবার দিনব্যাপী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বিদ্যালয় মিলনায়তনে নির্বাহী অফিসার খিন ওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ারের সঞ্চালনায় এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল, সহকারি শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়–য়া, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা, সাংবাদিক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন। মেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্ভোধন করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী বাস্তায়ন করে চলেছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আজকের শিশুরাই পারে আগামী দিনে শিক্ষার আলো জ্বালিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে। তারা আরও বলেন, শিক্ষকরা হলেন সমগ্র শিক্ষার মুল ভিত্তি। তাই শিক্ষকরাই পারে যথাযথ পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে।

পাঠকের মতামত: