লামা প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলার একটি ঝিরি থেকে জনকী ত্রিপুরা (৬৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি কাট্টলী ত্রিপুরা পাড়া সংলগ্ন একটি ঝিরি থেকে এ লাশটি উদ্ধার করা হয়। জনকী ত্রিপুরা কাট্টলী ত্রিপুরা পাড়ার বাসিন্দা রাঙ্গীয়া ত্রিপুরার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় জনকী ত্রিপুরা মদ পান করে বাড়ীতে ফেরার পথে ঝিরির পানিতে পড়ে যায়। পরে শুক্রবার সকালে ঝিরিতে জনকী ত্রিপুরার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ঝিরি থেকে জনকী ত্রিপুরার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুল ইসলাম সরকার বলেন, মৃতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত: