ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লামায় ঝিরি থেকে কৃষকের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামায় পাহাড়ি ঝিরি থেকে বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পাহাড়ি এলাকার চৌলুম ঝিরি থেকে বয়ষ্ক কৃষকটির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম থুইচিং মার্মা (৬০)। তিনি গজালিয়া কুলাইক্যা মারমার পাড়ার বাসিন্দা মউলু কার্বারীর পুত্র।
লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় নৌকার মাঝি জামাল উদ্দিন বলেন, “লামা খালের পার্শ্ববর্তী পাহাড়ি ঝিরিতে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
পাহাড়ি কৃষকটি দীর্ঘদিন ধরে চৌলুম ঝিরি এলাকায় পাহাড়ে বসবাস করে চাষাবাদের কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান চকরিয়া নিউজকে জানান, পাহাড়ি ঝিরি থেকে একজন বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পাঠকের মতামত: