মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ::;
বান্দরবানের লামায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ ৪ জন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের ছাগল খাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হল, জেসমিন আাক্তার (৩৫), ফিরোজা বেগম (৩৩), রিনা বেগম (১৮) ও ইসমাইল (৩৬)। আহতরা লামা হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে ছাগলখাইয়া এলাকার কাসেম ড্রাইভার ও ইসমাইল এর সাথে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে কাশেম ড্রাইভার জমিতে চাষ করতে গেলে ঘটনার সূত্রপাত হয়। এসময় ইসমাইল ও তার স্ত্রী বাধা প্রদান করলে এক পর্যায়ে উভয় পক্ষের ৮/১০ জন লোক লাঠি সোটা, দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউসূফ আলী বলেন, বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিরোধীয় জমিতে না যেতে নিষেধ করা হয়েছিল। কাসেম ড্রাইভার ও নুরুল করিব জমিতে জোর পূর্বক দখল করতে যাওয়ায় ঘটনার সৃষ্টি।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক তমেজ উদ্দিন বলেন, হাসপাতালে এসে আহতদের দেখেছি। অভিযোগ করলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত: