লামা উপজেলার ফাঁসিয়াখালীতে ৩৫০ লিটার ছোলাই মদ বহনকারী গাড়ি সহ ৩ পাচারকারীকে আটক করেছে লামা থানা পুলিশ। আটককৃত হল, কক্সবাজার পৌরসভার পেশকার পাড়া এলাকার নূর মোহাম্মদের পুত্র তৌহিদুল ইসলাম (২৫), চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড রংমহল এলাকার নুরুল আলমের পূত্র আব্দুর রহমান রুবেল(২৮) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইজপাড়া এলাকার শামশুল আলম প্রকাশ সোনামিয়ার পুত্র মোঃ শাহ্ জাহান(২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৩১ জুলাই দিবাগত রাত ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড হারগাজা থেকে দেশীয় তৈরি ১০ বস্তা মদ বোঝায় করে ১টি সারপোকা গাড়ী ঢাকা মেট্রো-ন ১৮-৪৪৮২ নং গাড়ীতে করে কক্সবাজারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। খবর পেয়ে মালুম্ম্যা এলাকার একদল যুবক পাচারকারীদের গাড়িসহ তাদের আটক করে বিষয়টি স্থানীয় ইউ.পি সদস্য মোহাম্মদ হোছাইন মামুনকে মোবাইলে জানান। মামুন তাদেরকে ইউনিয়ন পরিষদ বভনের পক্ষে আটকে রেখে বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদারকে অবগত করে। চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত হয়ে লামা থানা পুলিশে ফোন দেয়। পর দিন ৩১ জুলাই রবিবার সকালে লামা থানা পুলিশের এস.আই জায়েদনুর, এস.আই তানভির ও এ.এস.আই অপু সহ একদল পুলিশ এসে গাড়ী ভর্তি মদ সহ পাচারকারীদের আটক করে লামা থানায় নিয়ে যায়। জানতে চাইলে লামা থানার অফিসার ইনচার্জ (ও.সি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৩ মদ পাচারকারী ও গাড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হচ্ছে।
পাঠকের মতামত: