বান্দরবানের লামা উপজেলায় মো. নবীর হোসেন (৪০) নামে এক কৃষকের সর্বস্ব ছিনিয়ে নিল দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বনফুল সড়কের কাইক্কারঝিরিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কৃষকের তামাক বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ মোবাইল সেট ছিনিয়ে নেয়। কৃষক নবীর হোসেন বনফুল গ্রামের বাসিন্দা বদিউল আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কৃষক নবীর হোসেন তামাক বিক্রি করে রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বনফুলস্থ নিজ বাড়ি ফিরছিলেন। তিনি সড়কের কাইক্কারঝিরি এলাকায় পৌছলে পূর্বথেকে ওঁত পেতে থাকা ৩-৪ জনের মুখোশ পরিহিত দুর্বৃত্ত গতিরোধ করে সঙ্গে থাকা তামাক বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় প্রতিবাদ করলে তাকে মারধর করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গুরুতর আহত নবীর হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ নুর বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পাঠকের মতামত: