ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামার নাশকতার মামলায় বাইশারী থেকে ২ জামায়াত কর্মী গ্রেফতার

atok,মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামা থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে মাদ্রাসার সুপার সহ ২ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে বাইশারী থেকে লামা থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হল, উত্তর বাইশারী মধ্যম পাড়ার মোঃ আলম (৪৫) ও পূর্ব বাইশারীর মোঃ রফিকুল ইসলাম (২৬)।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম বাইশারী আদর্শ ইসলামিয়া বালিকার মাদ্রাসার সুপার ও মোঃ আলম কোরআনে হাফেজ। গ্রেফতারকৃতদের পরিবার দাবি করেছে তারা লামা থানার এজাহার নামীয় কোন মামলার আসামী নয়। বাইশারী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু মুসা জানান, গোয়েন্দা সূত্রের তথ্য মতে অভিযান চালিয়ে এ দুজনকে আটক করা হয়।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের গত বছর ৬ আগষ্ট লামা থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় আদালতে চালান দেয়া হয়েছে। আদালত তাদেরকে বিকালে জেল হাজতে প্রেরণ করেছে।

পাঠকের মতামত: