ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

র‌্যাব সদর দফতরে আত্মঘাতী হামলা, নিহত ১

imaরাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের পাশে প্রস্তাবিত র‌্যাব সদর দফতরে আত্মঘাতী হামলা হয়েছে। এ ঘটনায় ওই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।

শুক্রবার আনুমানিক বেলা সোয়া ১টার দিকে এই হামলা হয় বলে র‌্যাব সূত্র জানিয়েছে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে চারজন নিহতের ঘটনার একদিন পর এ ঘটনা ঘটল।

র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, বেলা ১টার দিকে আশকোনা হাজি ক্যাম্পের পাশে র‌্যাব সদর দফতরের সীমানা প্রাচীর পার হয়ে ওই যুবক ভেতরে ঢুকতে চেষ্টা করে। এ সময় সেখানে উপস্থিত র‌্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একপর্যায়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফারণ ঘটায়।

মুফতি মাহমুদ খান জানান, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার আঘাতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

পাঠকের মতামত: