ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী আশু আলী নিহত কক্সবাজারে

টেকনাফ প্রতিনিধি :: কক্সবাজার শহরের ভয়ংকর খুনি আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

আজ শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠে লাশটি দেখতে পায় স্থানীয়রা। সে বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে।

এ সময় ঘটনাস্হল থেকে একটা লম্বা বন্দুক, একটি দেশীয় এলজি ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে এসএমএস দিয়ে নিশ্চিত করেছে কক্সবাজার র‌্যাব -১৫ মিডিয়া উইং।

জানা যায়, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী ও সমিতি বাজারের মাঝামাঝি অঞ্চল ছিল আশু আলী বাহিনীর অপরাধ রাজ্য। তার বাহিনীর প্রধান আমির খান ২০১৯ সালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যায়। আমির খানের সেকেন্ড ইন কমান্ড আশরাফ আলী ওরফে আশু আলীও অবশেষে একই পথের পথিক হলো।

পাঠকের মতামত: