ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গা গ্রামগুলোতে আরো ধ্বংসযজ্ঞ- হিউম্যান রাইটস ওয়াচ

hrwঅনলাইন ডেস্ক ::::

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ৫টি গ্রামে আরো ৮২০টি ভবন ও স্থাপনা ধ্বংস হয়েছে। হাইডেফিনেশন স্যাটেলাইট ছবিতে এমনটাই দেখা গেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি এসব ধ্বংসযজ্ঞের নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘকে আমন্ত্রণ জানাতে মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, ‘উদ্বেগজনক নতুন এই স্যাটেলাইট ছবিগুলো থেকে স্পষ্ট যে, রোহিঙ্গা গ্রামগুলোতে ধ্বংসযজ্ঞের মাত্রা সরকার যা স্বীকার করেছে তার তুলনায় অনেক বেশি এবং অনেক বেশি এলাকাজুড়ে।’
গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচ উপগ্রহ চিত্র থেকে তিনটি গ্রামে ৪৩০টি ভবন ধ্বংস হওয়ার খবর জানিয়েছিল। মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র এর প্রেক্ষিতে বলেছিলেন, বাস্তবতা অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। এছাড়াও রাখাইন পরিস্থিতি নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগ তুলেছিলেন বিশ্বমিডিয়ার বিরুদ্ধে।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ১০ই নভেম্বর এবং ১৭ ও ১৮ই নভেম্বর ধারণ করা স্যাটেলাইট চিত্র থেকে ধ্বংস হওয়া ভবনের সংখ্যা ১২৫০-এ দাঁড়িয়েছে। ব্র্যাড অ্যাডামস বলেন, ‘সামরিক যুগের মতো অভিযোগ আর অস্বীকৃতির পন্থা অবলম্বনের পরিবর্তে মিয়ানমার সরকারের উচিত তথ্য-প্রমাণের দিকে তাকানো এবং ধর্ম, জাত নির্বিশেষে নিজেদের সকল জনগণের সুরক্ষায় পদক্ষেপ নেয়া।’ তিনি আরো বলেন, ‘ছয় সপ্তাহের সহিংসতার পর সহায়তা বঞ্চিত ও অত্যন্ত ঝুঁকির মুখে থাকা হাজার হাজার মানুষের সাহায্যার্থে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া প্রয়োজন সরকারের। যে সরকারের লুকানোর কোনো কিছু নেই তাদের তো সংবাদকর্মী আর মানবাধিকার তদন্তকারীদের প্রবেশের অনুমতি দিতে কোনো সমস্যা থাকার কথা নয়।’

পাঠকের মতামত: