ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে বিএনপি নেতা মঈন খানের ত্রাণ বিতরণ

moinবার্তা পরিবেশক :

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে দিনব্যাপী কর্মব্যস্ত সময় পার করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি সকাল ১১ টায় কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। তিনি বালুখালীতে ড্যাবের মেডিকেল ক্যাম্পে লক্ষাধিক টাকার ওষুধ হস্তান্তর করেন। এরপর জামতলী এলাকায় বিএনপির অর্থায়নে সুপেয় পানি সরবরাহ উদ্বোধন করেন। বিকালে থাইংখালীতে ত্রাণ কার্যক্রমে অংশ নেন।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মঈন খান রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ শেষে কক্সবাজার ফিরেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল প্রমুখ নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: