প্রেস বিজ্ঞপ্তি:
রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারস্থ উখিয়া টেকনাফ সমিতির ৬ দফা দাবীতে জেলা প্রশাসককে মধ্যম করে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রেরণ করেন। রোববার দুপুরে ককক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষাও আইসিটি) মো: মাহিদুর রহমান স্বারকলিপিটি গ্রহণ করেন। কক্সবাজারস্থ উখিয়া টেকনাফ সমিতির আহবায়ক কক্সবাজার সিটি প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল আমিন সিদ্দিক ও সদস্য সচিব সাংবাদিক আব্দুল আলীম নোবেল,সদস্য, অধ্যাপক কবি সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক জুয়েল চৌধুরী, একেএম হাকিম আলী,খাইরুল আমিন, সমিতির পক্ষে এই স্বারকলিপি প্রদান করা হয়। ৬ দাবী গুলো হলো-
# রোহিঙ্গা জনগোষ্ঠিদের স্থানীয়দের বা লোকালয়ে থেকে নিরাপদ দুরুত্বে(১-২ কিলোমিটার) পৃথক স্থানে নিরাপদ বেষ্টনী স্থাপনা করা
# রোহিঙ্গাদের বসবাস ও অধ্যূষিত অঞ্চলে যাতায়তের জন্য প্রয়োজনীয় সড়ক মির্নাণ ও বাজার স্থাপন করা
# রোহিঙ্গা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প/কর্মসুচি ও অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় দরিদ্র শ্রমিক ও শিক্ষিত যোগ্যতা সম্পন্ন লোকদের কর্মস্থানের ব্যবস্থা করা
# রোহিঙ্গা কর্তৃক স্থানীয়দের সার্বিক ক্ষয়ক্ষতির অংশিদারীত্ব বনায়ন,বাসা ভাড়ি,দোকানসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপন পূর্বক যথযথা ক্ষতিপূরণের ব্যবস্থা করা
# চলমান রোহিঙ্গা অনুপ্রবেশের ঢলে নানাভাবে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠীকে রেশনিং ব্যবস্থা চালু কর।
পাঠকের মতামত: