ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গাদের ১১টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি

366অনলাইন ডেস্ক :::

মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে সীমান্ত দিয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ১১টি নৌকাকে ফেরৎ পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে পাঁচটি পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। রাখাইন সেনাবাহিনীর বর্বরতা থেকে বাঁচতে তারা অনুপ্রবেশ করছিল।

এ প্রসঙ্গে, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, শনিবার ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ৫টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ১১টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদের বাধা প্রদান করে। পরে তাদের ফেরত পাঠানো হয়।

তিনি আরও জানান, ওই নৌকাগুলোতে প্রায় ১২/১৫ জন রোহিঙ্গা ছিল। এছাড়া গত ১ নভেম্বর থেকে আজ শনিবার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত টেকনাফ সীমান্তের ১৫টি পয়েন্ট দিয়ে ২৫১টি নৌকায় ২ হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া একই দিন সদ্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় দেবার অভিযোগে তানিয়া আক্তার নামে এক রোহিঙ্গা দালালকে আটক করা হয়েছে। তার বাড়ি হ্নীলা ইউনিয়নের মিনাবাজার গ্রামে। তাকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত: