ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ তৎপরতা প্রতারণা -ওবায়দুল কাদের

qqqqqqqqqqশাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ তৎপরতা দায় ছাড়া গোছের এবং প্রতারণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেঁতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ১৩ সেপ্টেম্বর বুধবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ বিতরণকালে একথা বলেন।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম,উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রশান্ত ভূষণ বড়–য়া, সংসদ সদস্য আশেক উল্লা রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কুতুপালং শরণার্থী শিবিরে পাঁচ হাজার রোহিঙ্গা নাগরিকদের মাঝে এসময় সেঁতু মন্ত্রী ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কালে ওবায়দুল কাদের বলেন, বিপন্ন এসব মানুষদের না খেয়ে থাকতে হবে না, এটাই বাংলাদেশ সরকারের অঙ্গীকার।

তিনি আরও বলেন, বিশদিন পর বিএনপি রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না ও প্রতারনা ছাড়া আর কিছু নয়।

পাঠকের মতামত: