ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গাদের কারণে বাড়ছে অপরাধ, থামছেনা মাদক পাচার -সুজন

প্রেস বিজ্ঞপ্তি ::
১৯৭৮ সাল থেকে সর্ব শেষ ২০১৭ সালের ২৫ আগষ্ট পর্যন্ত আসা সমস্ত রোহিঙ্গাদের মধ্যে অনেকে কক্সবাজারের বিভিন্ন জেলা এবং উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তাই সেব রোহিঙ্গাদের তালিকা তৈরি এবং যারা ইতি মধ্যে ভোটার হয়েছে তাদের নাগরিকত্ব বাতিল করা সর্বোপতি সমস্ত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যবাসনের দাবীতে কক্সবাজারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সুশাসনের জন্য নাগিরক সুজন কক্সবাজার জেলা কমিটি। ১০ আগষ্ট দুপুরে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের কাছে দেওয়া স্বারকলিপিতে সুজন নেতৃবৃন্ধ বলেন।
রোহিঙ্গাদের কারনে কক্সবাজারে অপরাধ এবং মাদক পাচার এবং ব্যবহার বন্ধ করা যাচ্ছে। বিশেষ করে আগে আসা রোহিঙ্গারা বিয়েশাদী করে এবং স্থানীয়দের আশ্রয় পশ্রয়ে অনেকে নাগরিকত্ব নিয়েছে তারাই গ্রামে গঞ্জে বেশি অপরাধ করছে। আমার আগে আসা রোহিঙ্গাদের ছেলে মেয়ে অনেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি বেসরকারী চাকরীতে কর্মরত আছে। অনেকে আইন পেশায় আছে ফলে নানা কৌশলে তারা রাষ্ট্রের জন্য হুমকি হয়ে পড়েছে যাতে দেশের নিরাপত্তা বিগ্নিত হচ্ছে। সে জন্য দ্রুত আগে আসা রোহিঙ্গাদের একটি তালিকা তৈরি করার দাবী জানান সুজন নেতৃবৃন্ধ। যাতে তাদেরকে রোহিঙ্গা হিসাবে চিহ্নিত করা যায়। এ সময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সেই দাবীর প্রতি একমত পোষন করে বলেন,শীঘ্র্ই এই গুরুত্বপূর্ন বিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে আলাপ করে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি ক্যাম্পের বাইরে থাকা সকল রোহিঙ্গার তালিকা থাকা প্রয়োজন বলে মনে করেন। স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সুজন জেলা সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান এবং জেলা সদস্য এপিপি এড,তাপস রক্ষিত।

পাঠকের মতামত: