ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গাদেরকে বাংলাদেশে বেশিদিন আশ্রয় দেয়া সম্ভব নয় -খালেদা জিয়া

অনলাইন ডেস্ক ::
রোহিঙ্গাদেরকে বাংলাদেশে বেশিদিন আশ্রয় দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, মানবিক কারণেই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে।

একই সঙ্গে নিজ দেশে ফেরত নিয়ে তাদেরকে নাগরিকত্ব ও তাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান খালেদা জিয়া।

আজ সোমবার দুপুরে উখিয়ার পালঙখালীতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, রোহিঙ্গাদের ফেরাতে যাদের সঙ্গে কথা বলে সমন্বয় করা দরকার বিএনপির পক্ষ থেকে সেই উদ্যোগ নেয়া হবে। এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে হবে। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার প্রথমে রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি। নির্যাতিত রোািহঙ্গাদের আশ্রয় দিতে আমি আগেই সরকারকে অনুরোধ করেছি।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে নিজ দেশে পাঠাতে সরকারের তৎপরতা যথেষ্ট নয়। রোহিঙ্গাদের ফেরাতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।

পাঠকের মতামত: