ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

‘রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ সফল’

image_172244_0নিজস্ব প্রতিবেদক :::
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সংলাপ করেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সংলাপ মোটামুটি সফল হয়েছে বলে বঙ্গভবন থেকে বের হওয়ার পর জানিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

সংলাপে রাষ্ট্রপতিকে আন্তরিক ছিলেন বলেও মন্তব্য করেছেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
রোববার বিকাল সাড়ে চারটায় ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে যান বেগম জিয়া। এরপর আনুষ্ঠানিক বৈঠকে বসেন তারা। এর আগে বেলা তিনটার দিকে সংলাপের উদ্দেশ্যে বেগম জিয়া তার গুলশানের বাসা থেকে বের হন। প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির আট সদস্য।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির আহ্বায়ক ও সদস্যদের নাম প্রস্তাব করার কথা আগেই জানিয়েছিলেন বিএনপি নেতারা। এছাড়া আহ্বায়ক হিসেবে দলটি সাবেক ৪ জন প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবে বলেও জানি গেছে।
সংলাপের বিষয়ে বিস্তারিত জানাতে সন্ধ্যায় নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঠকের মতামত: