ঢাকা,বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

রামু সেনানিবাসের ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ২৪ বীর’ র উদ্যোগে চকরিয়ায় কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদর দপ্তর ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ রামু সেনানিবাসের ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ২৪ বীর কর্তৃক কক্সবাজারের চকরিয়া উপজেলার দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে গতকাল বুধবার (১০ জানুয়ারি) কম্বল বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন জনসেবা মূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে চকরিয়ার শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২ পদাতিক ব্রিগেডের ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া আর্মি ক্যাম্প ও উক্ত রেজিমেন্টের অন্যান্য অফিসারগণ। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে ২৪ বীর এর অধিনায়ক লেঃ কর্নেল তাহসিন সালেহীন, পিএসসি ঈদগাঁ এ শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন। স্থানীয়রা বাংলাদেশ সেনাবহিনীর এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেছে।

পাঠকের মতামত: