রামু উপজেলার ষষ্ঠ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দূর্গ ভেঙ্গেছে আওয়ামীগের প্রার্থীরা। গতকাল শনিবারের ইউপি নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। চারটিতে আওয়ামীলীগ ও দুইটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছয় ইউনিয়নের মধ্যে বর্তমানে পাঁচটিতে বিএনপি ও একটিতে আওয়ামীলীগের চেয়ারম্যান রয়েছেন। এবারের নির্বাচনে বিএনপির জনপ্রিয়তাকে ধস নামিয়েছে আওয়ামীলীগের প্রার্থীরা। ষষ্ঠ দফার এ নির্বাচনের ছয় ইউনিয়নেই সাংসদ সাইমুম সরওয়ার কমল সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গত ১৮ মে অনুষ্ঠিত পঞ্চম দফা নির্বাচনে রামুতে একটিতে বিএনপির প্রার্থী নির্বাচিত হলেও বাকি চার ইউনিয়নেই আওয়ামীলীগ দলের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রশাসনের কড়া নিরাপত্তায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে গতকাল শনিবার (৪ জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট কেন্দ্রের বাইরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা ভোটারদের মাঝে কোন প্রভাব ফেলতে পারেনি। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে ফলাফল ঘোষনা সম্পন্ন করেন ইউএনও সেলিনা কাজী।
ফতেখাঁরকুল ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ফরিদুল আলম ‘নৌকা’ ৯৪৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী আবুল বশর বাবু ‘ধানের শীষ’ ৪৭৮৪ ভোট ও শামীম আহসান ভুলু ‘কুঁড়ে ঘর’ ২৮৪ ভোট পেয়েছেন। চাকমারকুল ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী নুরুল ইসলাম সিকদার ‘নৌকা’ ৩২৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী মুফিদুল আলম ‘মটর সাইকেল’ ৩০৬০ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে বিএনপির প্রার্থী মোঃ ফয়সাল কাদের ‘ধানের শীষ’ ১২৩৭ ভোট পেয়েছেন। জোয়ারিয়ানালা ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ‘নৌকা’ ৩৯২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শরিফুল আলম চৌধুরী ‘অটোরিক্সা’ ২৬৯৩ ভোট ভোট পেয়েছেন। এ ইউনিয়নে বিএনপি প্রার্থী গোলাম কবির ‘ধানের শীষ’ ২২৫৫ ভোট ও আওয়ামীলীগ বিদ্রোহী আবছার কামাল সিকদার ‘ঘোড়া’ ১৭৭১ ভোট পেয়েছেন। রাজারকুল ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মুফিজুর রহমান ‘আনারস’ ৪১৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী আব্দুর রহিম ‘ধানেরশীষ’ ৩৩৩৯ ভোট ও আওয়ামীলীগ দলীয় প্রার্থী সরওয়ার কামাল সোহেল ‘নৌকা’ ১৪৪১ ভোট পেয়েছেন। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. ইউনুচ ভূট্টো ‘আনারস’ ৫১৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী মো. সাইফুল আলম ‘ধানের শীষ’ ৪৬১১ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে আওয়ামীলীগের মো. ওসমান গনি ‘নৌকা’ ১৩৩৮ ভোট পেয়েছেন। খুনিয়াপালং ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল মাবুদ ‘নৌকা’ ৬৩৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হক ‘চশমা’ ৫৭৭৯ ভোট ও বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহেদুজ্জামান বাহাদুর ‘ধানের শীষ’ ৩৯৫৫ ভোট পেয়েছেন।
পাঠকের মতামত: