হারুনর রশিদ, মহেশখালী:
রাত পোহালেই মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এবং শাপলাপুর ইউনিয়নের মুকবেকী ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্টিত হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী ৩১অক্টোবর তারিখে এ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে।
সোনাদিয়া ওয়ার্ডে নারী-পুরুষ মিলে ৬৯৫ ভোট রয়েছে। সোনাদিয়া রেড়ক্রিসেন্ট সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট অনুষ্টিত হবে।
এখানে প্রতিদ্বন্দীতা করছে দুই প্রার্থী- এরা হলেন কাজল আক্তার, অপরজন রফিক মিয়া। মুকবেকী ওয়ার্ডে নারী-পুরুষ মিলে ২২৬১ জন ভোটার রয়েছে। মুকবেকী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট অনুষ্টিত হবে। এখানে প্রতিদ্বন্দীতা করছে ৬জন প্রার্থী।
৩১অক্টোবর উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বন্ধঘোষিত ভোট কেন্দ্রে চেয়ারম্যান ও ১নং সাধারন আসনের সদস্য পদে পু:ভোটগ্রহনের কথা থাকলে ও তা মাননীয় নির্বাচন কমিশন ফরহাদ আহমদ খান উপ সচিব সাক্ষরিত ৩০অক্টোবর তারিখের পত্রের মাধ্যমে স্থগিত করা হয়।
এপ্রসঙ্গে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক জানান নির্বাচনে র্যাব,বিজিবি,পুলিশ,আনসার ও আনসার ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছেন এবং প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। একটি অবাধ ও সুষ্ট নির্বাচন অনুষ্টিত হবে।
পাঠকের মতামত: