রাত পোহালেই চকরিয়ার ১২ ইউপিতে নির্বাচনের ভোট উৎসব শুরু হবে। আজ বিকাল থেকে চকরিয়ার ১২ ইউনিয়নের সকল কেন্দ্রে নির্বাচনী সরাঞ্জাম পৌঁছানো শুরু হয়। বিকেল সাড়ে ৫ টার মধ্যে সকল কেন্দ্রে সরাঞ্জাম পৌঁছে যায় বলে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সাহেদুল ইসলাম সিবিএন কে জানিয়েছেন। আগামী কালের নির্বাচন সুষ্টু করতে আইন শৃংখলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদাউস আলী চৌধুরী জানিয়েছেন। আজকের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ জন ও সংরক্ষিত আর সাধারন মিলে মোট ৫৫৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন।আজ রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন অনুষ্টানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বচন সংশ্লিষ্টরা ।
পাঠকের মতামত: