ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

রাজনীতিকে দুর্নীতিমুক্ত রাখাই বড় চ্যালেঞ্জ: ডেভিড ক্যামেরন

63216_cameronবৃটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেবিড ক্যামেরন বলেছেন, কেবল নির্বাচন নয়, উচ্চ মানের গণতন্ত্র, আইনের শাসন এবং রাজনীতিকে দুর্নীতিমুক্ত রাখাই এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঢাকা সফররত বৃটেনের ওই ওই রাজনীতিক বৃটিশ-বাংলাদেশ চেম্বার আয়োজিত এক বক্তৃতা অনুষ্ঠানে এ সব কথা বলেন। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ বিষয়ক ওই বক্তৃতায় তিনি মোটাদাগে ৩টি চ্যালেঞ্জকে চিহ্নিত করেন। প্রথমত হাই কোয়ালিটি অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের উচ্চ মান। দ্বিতীয়ত দুর্নীতি, বিশেষত রাজনীতিকে দুর্নীতিমুক্ত রাখা। তৃতীয় এবং সর্বশেষ চ্যালেঞ্জ হল ইসলামের নামে চরম পন্থার উত্থান। এটাকে আদর্শিক সংঘাত হিসেবে চিহ্নিত করেন তিনি। বক্তৃতায় বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী নানা ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। গুলশানের তারকা হোটেল ফোর পয়েন্টস-এ জনাকীর্ণ ওই বক্তৃতা অনুষ্ঠানে সরকারের বাণিজ্যমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা, সাবেক ও বর্তমান সংসদ সদস্য, কূটনীতিক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তৃতার সমাপনীতে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে ডেবিড ক্যামেরন সুধীজনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেখানে তিনি তার দৃষ্টিতে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর ব্যাখ্যাও দেন। উল্লেখ্য, ২৪ ঘন্টার কম সময়ের এক ঝটিকা সফরে গত রাতে ঢাকায় পৌঁছান বৃটেনের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে একটি তৈরী কারখানা পরিদর্শন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রাতেই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত: