ঢাকা,রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

রবিবার থেকে বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু

অনলাইন ডেস্ক ::

রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আগামী রবিবার থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ শুরু করবে পুলিশ। এই সপ্তাহে ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্স ছাড়া গাড়ি চালানো হোক, যে কোনোভাবে আইন লঙ্ঘন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার বলেন, যে সব গাড়ির লাইসেন্স নেই, ফিটনেস নেই সেগুলোর বিরুদ্ধে আমরা ট্রাফিক সপ্তাহের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেব। ট্রাফিক আইনের কোনো ব্যত্যয় ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

তিনি বলেন, তাদের এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য, ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠী উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। এটা চলতে দেওয়া হবে না।

পরে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

পাঠকের মতামত: