ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রণবীর-দীপিকার বিচ্ছেদ!

37029_aaaবিনোদন ডেস্ক ::

সঞ্জয় লীলা বানসালীর পরিচালনায় ‘পদ্মাবতী’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে নায়ক হিসেবে শাহিদ কাপুরকে চূড়ান্ত করার পরও কাজ শুরু হওয়া নিয়ে শঙ্কা জেগেছে। ছবির আরেক নায়ক রণবীর সিংয়ের সঙ্গে শাহিদের পুরনো দ্বন্দ্ব থাকায় শুটিং প্রায় অনিশ্চিতই বলা যায়। এসব নিয়ে বলিউডে নানান গুঞ্জন জল্পনা-কল্পনার শেষ নেই। বানসালীও অনেকটা দুঃচিন্তায় ভুগছেন। কি হবে তার পদ্মাবতীর? এদিকে এসব গুঞ্জনকে ছাপিয়ে নতুন সমস্যা সৃষ্টি হয়েছে বলিউডে। আর সেটা দীপিকা পাড়–কোন ও রণবীরের সম্পর্ক নিয়ে। শোনা যাচ্ছে দুজনের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে। যোগাযোগ নেই। কেউ কাউকে সহ্যও করতে পারেন না। এসব নিয়েই চলছে সব কানাকানি। কিন্তু কারণ কি? জানা গেছে, পদ্মাবতী ছবির নায়ক হিসেবে শাহিদকে নেয়ায় দীপিকা বেশ খুশিই হয়েছেন। প্রথমবার হায়দার খ্যাত এই নায়কের সঙ্গে অভিনয় করবেন তিনি। আর বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না প্রেমিক রণবীর। শুরু হয় প্রেমিকযুগলের মধ্যে ভুল বোঝাবুঝি। একপর্যায়ে রণবীর-দীপিকার বিচ্ছেদ হয়েছে বলেও শোনা যাচ্ছে। এক শাহিদ কাপুরের কারণে দুজন বিচ্ছেদে যাচ্ছেন। এমন কথা জানাজানি হতেই বলিউডজুড়ে হইচই পড়ে যায়। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে রণবীর-দীপিকা টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন।    

পাঠকের মতামত: