ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

যেকোনো এক সকালে দেখবেন, গদি আছে ক্ষমতা নেই : শামসুজ্জামান দুদু

বাংলামেইল :

বিএনপি চেয়াsamsuzzaman-dudu_1রপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আওয়ামী সরকার যদি মনে করে গ্রেপ্তার-হামলা-মামলা ও ভোট ডাকাতি করে ক্ষমতা টেকসই করবে, তাহলে তারা ভুল করবে। যেকোনো সকালে উঠে দেখবেন, গদি আছে ক্ষমতা নেই।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও আমাদের সংস্কৃতি’- শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দুদু।

সরকারকে ‘বড় চোর’ আখ্যা দিয়ে তাদের চুরির কথা দেশের সর্বত্র ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার শুধু ব্যাংক ও ভোট চোরই নয়, তারা মানুষের আবেগও চুরি করেছে।’

দেশে এখন চোরের সংস্কৃতি চলছে এমন অভিযোগ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার শুধু ব্যাংক ও ভোট চোরই নয়, তারা মানুষের আবেগও চুরি করেছে। ডেসটিনি গ্রুপ, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ ও শেয়ার মার্কেটের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও চুরি হয়েছে। এত বড় চোর এর আগে আমরা আর কখনো দেখিনি। সরকার এখন বিশ্ব চোরে পরিণত হয়েছে।’

সরকারকে ‘বড় চোর’ আখ্যা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সারা দেশে এখন একটি শব্দ ছড়িয়ে দিতে হবে। চোর-চোর-চোর। তাদের এই চুরির কথা শিশু, প্রতিবেশী থেকে শুরু করে অফিস-আদালত সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে দিতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা দাবি করে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ আড়াল করার জন্য সরকার বিভিন্ন নাটক সাজাচ্ছে। এরই অংশ হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান এতে প্রধান অতিথির বক্তব্য দেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলা চৌধুরী, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন ও শামসুল আলম, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের সদস্য সচিব শহীদুননবী ডাবলু, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা, জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ার, পল্টন থানা বিএনপি নেতা আল আমিন বাদশা প্রমুখ।

 

পাঠকের মতামত: