ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে

muhit_10744_180101অনলাইন ডেস্ক ::

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, যারা ক্ষমতাবান, তারাই দুর্নীতি করে। এছাড়া সবাই দুর্নীতিতে নিমজ্জিত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের মিড়িয়া সেন্টারে সংস্থাটির হটলাইন-১০৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এসময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। হটলাইন-১০৬ পরিচালনার জন্য কমিশনের ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। দুর্নীতি ও অনিয়মের তথ্য দুদককে জানানোর জন্য এ হটলাইন চালু করা হয়েছে। অভিযোগ জানাতে যে কেউ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১০৬ নাম্বারে কল করতে পারবেন।

পাঠকের মতামত: