ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

যথাসময় জামায়াত নিষিদ্ধ: খাদ্যমন্ত্রী

image_155544_0নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জামায়াত একটি সন্ত্রাসী দল ও যুদ্ধাপরাধী দল। তাই যথাসময় জামায়াতকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

খাদ্যমন্ত্রী বলেছেন, ‘এটি (জামায়াত নিষিদ্ধ) আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করা হবে।’
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের হরতালবিরোধী প্রতিবাদী অবস্থানে কামরুল ইসলাম এসব কথা বলেন।

কামরুল বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে মতিউর রহমান নিজামী সবচেয়ে বেশি সহায়তা করেছেন।
কর্মসূচিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, নিজামীর দণ্ড কার্যকরের পর পাকিস্তানের প্রতিক্রিয়া প্রমাণ করেছে তার ফাঁসি যৌক্তিক ছিল। কারণ পাকিস্তানই বলেছে, ১৯৭১ সালে মতিউর রহমান নিজামী পাকিস্তানের পক্ষ অবলম্বন করে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

নিজামীর রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাই আমরা আশা করি, পাকিস্তান ভবিষ্যতে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবে না।’
এদিকে নিজামীর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনগুলো।

পাঠকের মতামত: