ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

যত্রতত্র গানবোট বাধাঁর কারনে হুমকির মুখে মগনামা লঞ্চ ঘাট!

zzzzএফ এম সুমন, পেকুয়া ::

পেকুয়ার ওপারে প্রাকৃতিক সুন্দর্য্য বেষ্টিত কুতুবদিয়া।সাগরের মাঝখানে এই দ্বীপে যাওয়ার এক মাত্র পথ হল পেকুয়া বরইতলী সড়ক।পেকুয়া মগনামা পয়েন্টে রয়েছে মগনামা লঞ্চঘাট।এই জেটিঘাট ২০০৬ সালে ততকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্মাণ করেন।এই ঘাট দিয়ে প্রতিনিয়ত ১-২হাজার মানুষ কুতুবদিয়ায় যাতায়ত করে থাকে।কিন্তু আজকাল আইন না মেনে নির্দিষ্ট জায়গা ফেলে  যত্রতত্র গানবোট বাধাঁ শুরু করেছেন মগনামার অসাধু কিছু বোট মালীক।যার কারণে মগনামা লঞ্চঘাট হুমকির মুখে চলে যাচ্ছে।দিন দিন ভেঙে যাচ্ছে রেলিং এবংকি বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন কেউ কেউ।এই ব্যাপারে লঞ্চঘাটের ইজারাদারের প্রতিনিধি নুরুল আবচারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অসাধু কিছু ব্যাবসায়ী আসলেই আইন না মেনে ঘাটের রেলিংয়ে গানবোট বেধে দিন দিন রেলিং ভেঙে ফেলছেন।তাদের মানা করেন কিনা প্রতিবেদকের প্রশ্নে? তিনি বলেন,অনেক বার মানা করার পরও তারা বাধা বন্ধ করেননি।এবং এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।উল্লেখ্য যে পেকুয়ায় উল্লেখযোগ্য কোন পর্যটন স্পট না থাকায় পেকুয়া উপজেলার নানা প্রান্তের মানুষ ছুটে আসেন একটু খানি স্বস্তিতে সময় কাটাতে মগনামা ঘাটে।বেড়াতে আসা কয়েকজন পর্যটক আক্ষেপের সাথে জানান,আসো এর সমাধান করা না হলে রেলিং ভেঙে সাগর গর্ভে বিলীন হয়ে যাবে মগনামা ঘাট।তবে প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত: