ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মোশাররফ করিমের পিছনে ১৩ শত্রু!

সামনেই কোরবানির ঈদ। আর এ উৎসবকে ঘিরে এরই মধ্যে নতুন নতুন নাটকের শুটিংয়ের তোরজোড় শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় পুবাইলের বিলবিলা রিসোর্টে চলছে রেজয়ান খানের রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় সাত পর্বের ঈদের বিশেষ নাটক ‘শত্রু’র শুটিং। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার বিপরীতে অভিনয় করছেন কাজী নওশাবা। ‘শত্রু’ নাটকে দেখা যাবে শহরে পড়াশুনারত মোশাররফ করিম বাবার অসুস্থতার খবর পেয়ে গ্রামে যায়। পরবর্তীতে মৃত্যুর আগে বাবা তাকে অর্থ দিয়ে যান। যার মধ্যে অর্থের লোভ নেই তাকে টাকাগুলো দিতে বলেন তিনি। বিষয়টি জেনে গ্রামের মানুষ মোশাররফ করিমের পিছু লেগে থাকে। টাকাগুলো নেয়ার জন্য ১৩ জন শত্রু তার পিছনে লাগে। এই নিয়ে শুরু হয় নানা ধরনের কাহিনী। শহরে পড়াশুনার সময় নওশাবার সঙ্গে পরিচয় হয় মোশাররফ করিমের। আর সেই পরিচয়েই নওশাবা তার গ্রামে এসেও হাজির হয়। এরপর শুরু হয় নানা ঘটনা। মোশাররফ করিম ও নওশাবা ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন শামিম জামান, জুঁই করিম, ফারুক আহমেদ, আশিষ খান, জেনিয়া খন্দকার, সোহান খান, অরিন, ওয়াশিম যুবরাজসহ আরো অনেকে। এ নাটকে কাজ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ভিন্নধর্মি গল্পের একটি নাটক এটি। তাই কাজ করতে খুব ভালো লাগছে। আশা করছি দর্শকও মজা পাবে। নওশাবা বলেন, অনেক ভালো লাগছে এ নাটকটিতে কাজ করতে। সবাই খুব আনন্দ করে এর শুটিং করছি। উল্লেখ্য, ‘শত্রু‘ নাটকটি ঈদে এটিএনবাংলায় প্রচার হবে।

 

পাঠকের মতামত: