ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মুরগি সরবরাহকারীরাই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে : রিজভী

image_147998_0রাজশাহী প্রতিনিধি ::

রাজশাহী: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন নয়, একাত্তরে যারা পাকিস্তানি সেনাবাহিনীকে মুরগি সরবরাহ করেছিল বলে অভিযোগ রয়েছে তারাই এখন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কাজে লিপ্ত রয়েছে।

রোববার দুপুরে রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকায় এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা চলমান বিতর্ক প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, ‘‘আমরা কিন্তু বিতর্ক করিনি। আমাদের পার্টির চেয়ারপারসন (খালেদা জিয়া) একটা বিষয়ে বলেছেন যে সংখ্যা নিয়ে বিতর্ক আছে। মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। আওয়ামী লীগ আজকে যারা শাসক দল, যারা সেই সময়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে সেই সময় তাদের আরো যারা দায়িত্ব পালন করেছে, তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরো অনেক নেতা রাজশাহীর কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জন তথ্য দিয়েছেন, পরিসংখ্যান দিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন বলেছেন, এই সংখ্যা (শহীদ) নিয়ে বিতর্ক আছে। তিনি তো কমও বলেননি, বেশিও বলেননি। বিতর্কটা শুরু করেছে কারা? যাদের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে মুরগি সরবরাহের অভিযোগ রয়েছে।’’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘‘এই সরকার গণবিরোধী, নির্মম, নির্দয় একটি দখলবাজ সরকার। বাবু গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) তিনি তার বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য রাখার কারণে আওয়ামী শাসক দলের প্রশ্রয়ে একটি সংগঠন তার বাড়িতে কাল (শনিবার) সকাল ১০টা থেকে সেখানে অবস্থান করছে, আশপাশে অবস্থান করছে। বাড়িতে ঢিল-পাটকেল মারছে। ব্যানার পোস্টার নিয়ে তার বিরুদ্ধে হুমকি দিচ্ছে। এই পরিবেশ বিরাজমান আছে। আমি মনে করি এটা অত্যন্ত উদ্দেশপ্রণোদিত রূপ। এটা বিভৎস নিষ্ঠুরতার এই সরকারের আরেকটি আত্মপ্রকাশ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’

রিজভী আহমেদ সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার বাকশালের গুটি পোকা। এখান থেকে গণতন্ত্রের প্রজাপতি কখনোই বের হবে না।

পাঠকের মতামত: