জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, “জেলা পরিষদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে আরো ধ্বংস করবে। কারণ এটা সংবিধান পরিপন্থী।”
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সরকার যদি নিজেদের জনপ্রিয়তা নিয়ে সন্তুষ্ট হয়, তবে তাদের উচিত হবে শিগগিরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।”
মওদুদ বলেন, “আমাদের সংবিধানে আছে আর্টিকেল ৫৯, ৬০-তে সব স্থানীয় সরকার জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। এই সেই আইয়ুব খানের বুনিয়াদী গণতন্ত্র এই সরকার আনতে চাচ্ছে। এই নির্বাচন একটি তামাশা ছাড়া কিছুই নয়।”
বুধবার ৬১ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এদের মধ্যে ২২ জেলায় ২২ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এতে ভোট দেবেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
পাঠকের মতামত: