ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

মিয়ানমার থেকে টেকনাফে ফিরেছে ৩২ জেলে

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক ট্রলার ও জালসহ আটক ৩২ জন জেলেকে টেকনাফ সীমান্ত দিয়ে ফেরত এনেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২৬ জানুয়ারি রবিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের সৈয়দ নজরুল ইসলাম জাহাজের কমান্ডার এবং মিয়ানমার নৌবাহিনীর মধ্যে সৌজন্য বৈঠক হয়। বৈঠক শেষে ২টি ট্রলার এবং ৩২ জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করেন। তাদের টেকনাফ পয়েন্ট দিয়ে দেশে ফেরত আনা হয়।

উল্লেখ্য চলতি মাসের ২১ ও ২৫ জানুয়ারি পৃথকভাবে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় বাকলিয়া-১ ট্রলারের ১৯ জন এবং এফবি সাজ্জাদ-১ ট্রলারের ১৩ জনসহ ৩২ জন বাংলাদেশি জেলে ট্রলার বিকল হয়ে মিয়ানমার জলসীমার চিতাপরীক্ষা নামক এলাকায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী তাদের উদ্ধার করে। বিষয়টি অবগত হয়ে আকিয়াবে কর্মরত বাংলাদেশের কনস্যুলেটর মোঃ বারিকুল ইসলাম মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। এরই ফলশ্রুতিতে আলোচনার মাধ্যমে দুই ফিশিং ট্রলারসহ জেলেদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা জেলেদের মধ্যে ১৮জন নোয়াখালীর এবং ১৪ জন চট্টগ্রামের বাসিন্দা রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড তাদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানোর পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত: