ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

মিয়ানমারে পানি উৎসবে ১৪ জনের মৃত্যু

image_179660_0নিউজ  ডেস্ক ::

নেপিদ: মিয়ানমারে পানি উৎসব চলাকালে ১৪ জনের প্রাণহানি ও ১৫২ জন আহত হয়েছেন।

শনিবার এ ঘটনা ঘটে। সোমবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানান।

মিয়ানমারের পত্রিকা মিয়ানমার আলিন ডেইলি জানায়, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি, দলবদ্ধভাবে মারামারি সংক্রান্ত ১৪৭টি ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার থেকে রোববার ঐতিহ্যবাহী পানি উৎসব চলে।

মিয়ানমারে গত বছর পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি ও ৩১৬ জন আহত হয়েছিল। -সংবাদমাধ্যম
 

পাঠকের মতামত: