ঢাকা,শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

মিরপুরে ছাত্রলীগকে ধাওয়া করল শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক ::

মিরপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে বিদায় করে দিয়েছে ছাত্ররা। ছাত্ররা তাদেরকে ধাওয়া করলে তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যান।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১১টার দিকে মিরপুর-২ থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে এসে গোলচত্বরে জড়ো হয় এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সেখানে সাত/আট হাজার শিক্ষার্থী একটি মিছিল বের করে। ওই মিছিলে স্থানীয় ছাত্রলীগের ৩০-৩৫ জন নেতাকর্মী প্রবেশের চেষ্টা করেন। পরে ছাত্ররা তাদেরকে ধাওয়া করে।

এরআগে আজ সকালে তারা ফুটওভার ব্রিজ ও ফুটপাথ ব্যবহারে লোকজনকে অনুরোধ করে। অনেকে গাড়ির লাইসেন্সও পরীক্ষা করছে। এতে পুলিশও তাদের সহায়তা করছে।

মিরপুর পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুম্মান বলেন, তারা বিকাল ৫টা পর্যন্ত অবস্থান করবে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ড্রাইভার ও গাড়ির লাইসেন্স চেক করতে থাকে। অন্যান্য দিনের মতো আজও ঢাকায় এ অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা।

পাঠকের মতামত: