ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

মিথ্যা মামলায় খালেদা জিয়া কারাবন্দি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সরকার কারাবন্দি করে রেখেছে, অভিযোগ বিএনপির মহাসচিবের।

মঙ্গলবার দুপুরে, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দলের শোভাযাত্রার উদ্বোধন করার সময় এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের কোনো অধিকার নেই। সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।

মঙ্গলবার দুপুর ২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা থেকেই রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থা্কে বিএনপির নেতাকর্মীরা। এরপর শোভাযাত্রার উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল।
শোভাযাত্রায় রাজধানীর আশপাশের জেলাগুলো থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। শোভাযাত্রাটি নয়া পল্টন থেকে কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে হয়।

পাঠকের মতামত: