ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

মায়ানমারে বিমান দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক ::myanmar_1

মায়ানমারের রাজধানী নেপিদোয় উড্ডয়নের কিছু সময় পরই সামরিক একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চার সেনাসদস্য নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
খবরে বলা হয়, নিয়মিত টহলের অংশ হিসেবে পাঁচজন ক্রু নিয়ে বিমানটি উড্ডয়ন করেছিল। কিন্তু কিছু সময় পরই এয়ারপোর্টের পাশের একটি জমিতে এটি বিধ্বস্ত হয়। এতে চার সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বিমানটির বাকি এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
এদিকে, এ দুর্ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক মুখ খুলতে রাজি হননি দেশটির সামরিক বাহিনীর কোনো উর্ধ্বতন কর্মকর্তা।
তবে নেপিদোর একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটির পাঁচ আরোহীর একজন বেঁচে আছেন। এয়ারপোর্ট ত্যাগের কিছু পরই বিস্ফোরণ হয় এবং এতে আগুন ধরে যায়।

পাঠকের মতামত: