ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

মাহে রমযানের পবিত্রতা রক্ষার দাবীতে স্বাগত মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ::01

মাহে রমযানের পবিত্রতা রক্ষার দাবীতে কক্সবাজার শহরে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখা। ২৬ মে (জুমাবার) বাদে আছর মিছিলটি শহরের লালদিঘীর পাড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বার্মিজ মার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়। মিছিলকালকারী নেতাকর্মীরা ‘আহলান সাহলান-মাহে রমযান’ ‘রমযানের পবিত্রতা রক্ষা কর-করতে হবে’ ইত্যাদি সে­াগানে রাজপথ মুখরিত করে তুলেন।

সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে মিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি প্রবাসী মক্কা শাখার নেতা মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি ও শহর নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, নেজামে ইসলাম নেতা মাওলানা হুমায়ূন কবির, মাওলানা হাফেজ আজিজুল হক, হাফেজ আবুল খাইর, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সাইফুর রহমান, জেলা ইসলামী ছাত্রসমাজের সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হামিদ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, কুতুবদিয়া উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উখিয়া উপজেলা প্রতিনিধি মুহাম্মদ আব্দুল খালেক, পি.এম.খালী ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ আব্দুল্লাহ, চাকমারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনাইদ উল্লাহ, রাজারকুল ইউনিয়ন অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, গর্জনিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ কামাল হোছাইন, ছাত্রনেতা মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মাহে রমযানের পবিত্রতা রক্ষা করা এবং সিয়াম সাধনার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধি অর্জন পূর্বক আদর্শ সমাজ বির্নিমাণে ব্রতী হওয়া মুমিন-মুসলমানদের ঈমানী কর্তব্য। বক্তারা মাহে রমযানে যাবতীয় অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করা, দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, দ্রব্য মূল্যের উর্ধ্বগতিরোধ করার জোর দাবী জানান। সেই সাথে মাহে রমযানের পূর্বেই তাওহিদী জনতার প্রাণের দাবী মেনে নিয়ে দেশের সর্বোচ্চ বিচারালয় প্রাঙ্গন থেকে গ্রীক দেবীর ভাস্কর্য অপসারণ করায় সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

…………………………………

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাবের স্বাগত মিছিল

প্রেস বিজ্ঞপ্তি

ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ২৬ মে বাদে মাগরিব কেন্দ্রীয় জামে মসজিদ থেকে স্বাগত মিছিলটি বের হয়ে বাজারের অলিগলি প্রদক্ষিণ করে। এসময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল রেস্তুরা বন্ধ ও অশ্লীল নাচ-গান বন্ধের দাবী জানান। মিছিলে নেতৃত্ব দেন কর্মরত সাংবাদিকদের মধ্যে সাবেক প্রেসক্লাব সভাপতি ও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার গিয়াস উদ্দীন, ঈদগাঁও নিউজ ডটকম চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, সাবেক সেক্রেটারী মোহাম্মদ নাছির উদ্দীন, সহ-সেক্রেটারী শেফাইল উদ্দীন, অর্থ সম্পাদক আনোয়ার হোছাইন, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটি সভাপতি এম. আবুহেনা সাগর, সহ-সভাপতি এম. শফিউল আলম আজাদ, সহ-সাধারণ সম্পাদক এইচ.এম রুস্তম আলী, প্রেসক্লাব সদস্য মোজাম্মেল হক, নাছির উদ্দীন, নাছির উদ্দীন পিন্টু, নুরুল আজিম ও সাংবাদিক হাফেজ তৈয়ব জালাল। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান নুর ছিদ্দিক, আওয়ামীলীগ নেতা নুরুল আলম নুরু, ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনছুর আলম, জালালাবাদ ইউপি সদস্য আবু তাহের, পোকখালী উম্মেহানি বালিকা মাদ্রাসার সুপার মৌলানা মোক্তার আহমদ, আজাদ ও হাজী মোহাম্মদ হোছন বাহাদুর।

পাঠকের মতামত: