সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ১৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার (এএসপি) হাসান আরাফাত তাকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৫ এপ্রিল তার রিমান্ড শুনানির জন্য দিন নির্ধারণ করেন।
এদিকে, আজ তার রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে ওই মামলায় বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি। তাকেও দুই দফায় ১০ দিনের রিমান্ডে নেয়া হয়।
পাঠকের মতামত: