ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

৮ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা

মানব কল্যাণ ফাউন্ডেশন সেবার মাধ্যমে সাধারণ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে

নিজস্ব প্রতিবেদক: :: কক্সবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের ৮ম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়েছে। জুমাবার (২২ডিসেম্বর) বিকাল ৩টায় চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাহ উল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন জিয়া, নারী উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন।

মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এইচ এম রুহুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক ব্যাবস্থপনা করেন সাধারণ সম্পাদক ইসফাতুল ইসলাম জিসান।

৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে চকরিয়া প্রেসক্লাব,চকরিয়া ব্লাড ডোনেটিং,পিসফুল ইউনাইটেড ক্লাবসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানান।

এসময় বক্তারা বলেন, চকরিয়া উপজেলাতে মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে অসহায় মানুষকে রক্তদান, বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানো, বৃক্ষ রোপণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দিয়ে সাধারণ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে।

পাঠকের মতামত: