ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

মাতামুহুুরী নদীতে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার

লামা প্রতিনিধি ::

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সাফিয়া খাতুনের (৮০) লাশ অবশেষে ভেসে ওঠেছে। দীর্ঘ ২১ ঘন্টা পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নদীর ছাগল খাইয়া ঘাট এলাকায় ভেসে ওঠলে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ। সাফিয়া খাতুন পৌরসভা এলাকার ছাগল খাইয়া গ্রামের বাসিন্দা মৃত গোলাম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ সাফিয়া বেগম বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নদীর ছাগল খাইয়া নামক ঘাটে গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সাফিয়া বেগম। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং চট্টগ্রামের ডুবুরি সদস্যরা সাফিয়াকে উদ্ধার অভিযানে নামেন। এক পর্যায়ে আজ শুক্রবার সকালে লাশটি ভেসে ওঠে।

নিখোঁজ বৃদ্ধা সাফিয়া খাতুনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, প্রাথমিক সুরতহাল শেষে সাফিয়া খাতুনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: