ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

মাতামুহুরী ব্রীজের নিচ থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলা সদরের মাতামুহুরী ব্রীজের নিচে ভাসমান অবস্থায় মহসিন ভুট্টো (৪৯) নামে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার করছে পুলিশ।
নিহতের ভুট্টো চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা সওদাগরপাড়া এলাকার মৃত খলিলুর রহমান কন্ট্রাক্টরের পুত্র।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ।

এলাকাবাসী জানান, ঘটনাস্থলের পাশেই নিহতের পৈত্রিক সম্পত্তি (জমি) রয়েছে। নিহত ওই সেনা সদস্য প্রায় সময় জমি দেখা-শুনা করার জন্য ওই এলাকায় নিয়মিত আসা-যাওয়া করত। তাদের জমি গুলোও ছিল প্রায় বেদখলে। নিহতের পৈত্রিক সম্পত্তির ওইসব অবৈধ দখলবাজরাই পরিকল্পিতভা্বে এ হত্যাকান্ড ঘটাতে পারে বলেও আশংকা করা হচ্ছে।তবে সঠিক তদন্তের মাধ্যমে সাবেক সেনা সদস্য মহসিন ভুট্রোর আসল হত্যাকারী কে তা বেরিয়ে আসবে।

পাঠকের মতামত: