ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

মাতামুহুরী নদীর হাঁটু পানিতে ভেসে উঠল লাশ

ছবির ক্যাপশন ::  নদী হতে রেং সাং মুরুং এর লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ তিনজনের মধ্যে আরো একজনের লাশ তিনদিন পরে ঘটনাস্থলে হাঁটু পানিতে ভেসে উঠেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। উদ্ধারকৃত লাশটি লামা সদর ইউনিয়নের তাউ পাড়ার চিংক্রাত মুরুং এর ছেলে রেং সাং মুরুং এর বলে নিশ্চিত করেছে তার স্ত্রী নেম লং মুরুং।

মঙ্গলবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় লাশটি ভেসে উঠলে লামা ফায়ার সার্ভিস নদী থেকে লাশটি উদ্ধার করেছে। এ নিয়ে মাতামুহুরী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হল। লাশটির প্রাথমিক সুরহাতাল রিপোর্ট করেন, লামা থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন।

ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, শনিবার (৪ আগষ্ট) দুপুরে লামামুখ থেকে নৌকা যোগে তাউপাড়া যাওয়ার পথে পোপা খালের মুখে নৌকা ডুবিতে ৩ জন নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে সোমবার সকালে ২ জনের লাশ উদ্ধার হয়।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (লিডার) মোজাম্মেল হক বলেন, তিনদিন হওয়ায় রেং সাং মুরুং এর লাশটি পঁচে গলে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা দূর্ঘটনার মূল কারণ।

পাঠকের মতামত: