ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মাতামুহুরী নদীতে নৌকা তোরণ: পার্বত্য প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে

নিজস্ব প্রতিবেদক, আলীকদম ::

সাধারণত মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে স্বাগত জানাতে সড়কে তোরণ নির্মাণ হয়। কিন্তু, এ প্রথম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে স্বাগত জানাতে মাতামুহুরী নদীতে ব্যতিক্রমধর্মী তোরণ নির্মাণ করে স্বাগত জানাল আলীকদমের নবগঠিত কুরুকপাতা ইউনিয়নবাসীসহ দলীয় নেতাকর্মীরা। গতকাল শনিবার উপজেলার নব গঠিত কুরুকপাতা ইউনিয়নের জানালী পাড়া আর্মী ক্যাম্প সংলগ্ন এলাকায় মাতামুহুরী নদীতে সবুজ লতা–গুল্ম ও নৌকা দিয়ে এ তোরণ নির্মাণ করা হয়।

সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রচেষ্টায় আলীকদমে দু’টি নতুন ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ইউনিয়ন দু’টি হচ্ছে– নয়া পাড়া ও কুরুকপাতা। গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী আলীকদমের নবগঠিত দুর্গম কুরুকপাতা ইউনিয়ন সফর করেন। এসময় তিনি দুস্থ জনসাধারণের মাঝে গরু, সেলাই মেশিন, স্প্রে মেশিন ও সোলার প্যানেল বিতরণ করেন। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নব গঠিত ইউনিয়নের সর্বত্রই ছিল সাজ সাজ রব। এ ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম নদী পথ। প্রতিমন্ত্রী যেহেতু মাতামুহুরী নদী পথে আসবেন, তাই প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে কুরুকপাতা ইউনিয়ন কৃষকলীগের ১নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সবুজ লতা–গুল্ম ও নৌকা দিয়ে জানালি পাড়া আর্মী ক্যাম্প সংলগ্ন এলাকায় মাতামুহুরী নদীতে তোরণ নির্মাণ করা হয়। আলীকদমের দূর্গম পাহাড়ী এলাকায় মাতামুহুরী নদীতে তোরণ নির্মান করে স্বাগত জানানোর এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ প্রতিমন্ত্রীর সফরসঙ্গীসহ সর্বস্তরের মানুষের নজরকাড়ে।

পাঠকের মতামত: