ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মাতামুহুরী নদীতে ডুবে শিশুর মৃত্যু

লামা প্রতিনিধি :

মাতামুহুরী নদীর পানিতে ডুবে সাবিহা বেগম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নদীর মোক্তার সর্দার পাড়া ঘাটে এ ঘটনা ঘটে। সাবিহা বেগম বান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নের মোক্তার সর্দার পাড়ার বাসিন্দা ইস্কান্দারের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, মাতামুহুরী নদীর মোক্তার সর্দার ঘাটে বুধবার দুপুর ১২টার দিকে গোসল করতে যায় সাবিহা বেগম। এ সময় সে পানিতে নামলে স্রোতের টানে ডুবে যায়। পরে নদীর পানি থেকে স্থানীয়দের সহযোগিতায় সাবিহার লাশ উদ্ধার করে স্বজনেরা।

মাতামুহুরী নদীতে ডুবে সাবিহা বেগমের মৃত্যুর সত্যতা আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ নিশ্চিত করেন।

পাঠকের মতামত: