লোহাগাড়া প্রতিনিধি :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আলহাজ্ব মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন এলাকায় বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল ২ আরোহীর। শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগাড়া আধুনগর উত্তর হরিণা চেদিরপূণী বড়ুয়া পাড়ার স্বপন বড়ুয়ার ছেলে উত্তম বড়ুয়া (১৭) ও লিটন বড়ুয়ার ছেলে বিশাল বড়ুয়া (১৩)।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম চকরিয়া নিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা মাইক্রোবাসটি জব্দ করেছি। চালক পলাতক আছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত: